বজ্রপাতের সময় কী কী সতর্কর্তা গ্রহণ করা উচিত ?

Question

Answer ( 1 )

    0
    2023-05-07T11:57:27+05:30

    বজ্রপাতের সময় নিম্নলিখিত সতর্কতা গ্রহণ করা উচিত

    1. বজ্রপাতের সময় দরজা-জানলার সামনে দাঁড়ানো বা বসা উচিত নয়।

    2. টেলিফোন, বৈদ্যুতিক খুঁটি, ধাতব পাইপে ওই সময় হাত রাখা উচিত নয়।

    3. ল্যান্ডফোনে কথা বলা উচিত নয়। টিভি, কম্পিউটার প্রভৃতির তার খুলে রাখা উচিত।

    4. বাড়ির বাইরে খোলা জায়গায় থাকা উচিত নয়।

    5. বড়ো গাছের নীচে দাঁড়ানো উচিত নয়।

    6. খোলা মাঠে থাকলে হাঁটু মুড়ে মুখ নীচু করে বসে থাকা উচিত।

    Best answer

Leave an answer