পেট্রোলবাহী গাড়ি রাস্তা দিয়ে চলার সময় ট্যাংকের ভিতরের তলের সঙ্গে পেট্রোলের অনবরত ঘর্ষণের ফলে তড়িতের সৃষ্টি হয়। সঞ্জিত তড়িতের পরিমাণ বেশি হলে তড়িৎমোক্ষণ হয়ে স্ফুলিঙ্গ সৃষ্টি হতে পারে। শিকল ঝোলানো থাকলে ঘর্ষণের ফলে উৎপন্ন তড়িৎ ওই শিকলের মধ্য দিয়ে মাটিতে চলে যায়, ফলে তড়িৎ সঞ্চিত হয়ে স্ফুলিঙ্গ সৃষ্টি হতে পারে না।
Answer ( 1 )
পেট্রোলবাহী গাড়ি রাস্তা দিয়ে চলার সময় ট্যাংকের ভিতরের তলের সঙ্গে পেট্রোলের অনবরত ঘর্ষণের ফলে তড়িতের সৃষ্টি হয়। সঞ্জিত তড়িতের পরিমাণ বেশি হলে তড়িৎমোক্ষণ হয়ে স্ফুলিঙ্গ সৃষ্টি হতে পারে। শিকল ঝোলানো থাকলে ঘর্ষণের ফলে উৎপন্ন তড়িৎ ওই শিকলের মধ্য দিয়ে মাটিতে চলে যায়, ফলে তড়িৎ সঞ্চিত হয়ে স্ফুলিঙ্গ সৃষ্টি হতে পারে না।