কোনো বৈদ্যুতিক সুইচ চাপতে গিয়ে, অনেক সময় ভিতরে স্ফুলিঙ্গ দেখা যায়, সেগুলো কী ?

Question

Answer ( 1 )

    0
    2023-05-07T11:50:08+05:30

    যখন সুইচের তড়িৎবাহী পাত ও তারের সাথে যুক্তপাত (দুটি বিপরীত আধানযুক্ত) মধ্যে সামান্য ফাঁক থাকে, তখন বিভব পার্থক্যের জন্য ঋণাত্মক আধান যুক্ত অংশ থেকে ইলেকট্রন মাঝের বায়ু ভেদ করে ধনাত্মক অংশে যায়। এই সময় সামান্য তড়িৎশক্তি আলোকশক্তিতে রূপান্তরিত হয় বলে, বিদ্যুৎস্ফুলিঙ্গ দেখা যায়।

    Best answer

Leave an answer