যেসব শক্তির উৎস বর্তমানে বেশি ব্যবহৃত হয় , সেগুলিকে চিরাচরিত বা প্রচলিত শক্তির উৎস বলা হয়। আর এই সমস্ত শক্তির উৎস থেকে যে বিদ্যুৎ উৎপাদন করা হয়, তাকে প্রচলিত বা চিরাচরিত শক্তি বলে। উদাহরণ— (১) কয়লা , (২) খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস , (৩) খরস্রোতা নদী এবং (৪) ইউরেনিয়াম , থোরিয়াম প্রভৃতি তেজস্ক্রিয় খনিজ। এই চারটি উৎস বর্তমানে শক্তি উৎপাদনের কাজে বেশি ব্যবহৃত হয় , তাই এগুলি চিরাচরিত বা প্রচলিত শক্তির উৎস।
Answer ( 1 )
যেসব শক্তির উৎস বর্তমানে বেশি ব্যবহৃত হয় , সেগুলিকে চিরাচরিত বা প্রচলিত শক্তির উৎস বলা হয়। আর এই সমস্ত শক্তির উৎস থেকে যে বিদ্যুৎ উৎপাদন করা হয়, তাকে প্রচলিত বা চিরাচরিত শক্তি বলে। উদাহরণ— (১) কয়লা , (২) খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস , (৩) খরস্রোতা নদী এবং (৪) ইউরেনিয়াম , থোরিয়াম প্রভৃতি তেজস্ক্রিয় খনিজ। এই চারটি উৎস বর্তমানে শক্তি উৎপাদনের কাজে বেশি ব্যবহৃত হয় , তাই এগুলি চিরাচরিত বা প্রচলিত শক্তির উৎস।