পাপাল বুল বা বুল-এর নির্দেশনামাটি কী?

Question

Answer ( 1 )

    0
    2023-04-17T12:15:43+05:30

    যােড়শ শতক থেকে শুরু হওয়া সামুদ্রিক অভিযানের প্রথমদিকে স্পেন ও পাের্তুগাল এগিয়ে যায়। এই দুই দেশই বিশ্বের বেশির ভাগ জায়গায় নিজেদের উপনিবেশ গড়ে তুলতে শুরু করে। উপনিবেশ দখলকে কেন্দ্র করেই উভয় দেশের মধ্যে বিরােধ শুরু হয়, যা মেটানাের লক্ষ্যে পােপ ষষ্ঠ আলেকজান্ডার নিজের মুদ্রা আঁকা এক নির্দেশনামা জারি করেন। বিভিন্ন দিক নির্দেশ করা এই নির্দেশনামার একটি দিক ছিল স্পেনের সামুদ্রিক অভিযানের এলাকা স্থির করা। এই নির্দেশনামার নাম ‘পাপাল বুল বা বুল-এর নির্দেশনামা।

    Best answer

Leave an answer