উনিশ শতকে ইংল্যান্ডের ঐতিহাসিকরা জাতীয় প্রতিষ্ঠানগুলির অতীত গৌরবের বিষয়টি তুলে ধরেন এবং রাজনৈতিক দ্বন্দ্ব ও সংঘাতের বিষয়ে যে ইতিহাস চর্চা শুরু করেন তা হুইগ ইতিহাস চর্চা নামে পরিচিত। এই ইতিহাস চর্চায় উল্লেখযােগ্য অবদান রাখেন বিশপ স্ট্যাবস, টাউট, লর্ড অ্যাকটন প্রমুখ ইতিহাসবিদগণ।
Answer ( 1 )
উনিশ শতকে ইংল্যান্ডের ঐতিহাসিকরা জাতীয় প্রতিষ্ঠানগুলির অতীত গৌরবের বিষয়টি তুলে ধরেন এবং রাজনৈতিক দ্বন্দ্ব ও সংঘাতের বিষয়ে যে ইতিহাস চর্চা শুরু করেন তা হুইগ ইতিহাস চর্চা নামে পরিচিত। এই ইতিহাস চর্চায় উল্লেখযােগ্য অবদান রাখেন বিশপ স্ট্যাবস, টাউট, লর্ড অ্যাকটন প্রমুখ ইতিহাসবিদগণ।