রাজপুত জাতি সম্পর্কে কি জানো?

Question

Answer ( 1 )

    0
    2023-02-23T16:22:08+05:30

    রাজপুত জাতির ইতিহাস প্রকৃতপক্ষে চৌহান, রাঠোর, পারস্পর, চান্দেল্লা, তোস্ক, কলচুরি, গুর্জর প্রতিহার বংশের মধ্য থেকেই জানা যায়। রাজপুত জাতির বংশগত ইতিহাস নিয়ে ঐতিহাসিকগণ একমত নন। ক্রবস, হাভেল এর মতে রাজপুতরা কুষাণ, শক, হুণ প্রমুখ বহিরাগত ও ভারতীয়দের সৎ মিশ্রণের সৃষ্ট জাতি। ঐতিহাসিক হাভেলের মতে রাজপুতরা হুণ জাতি উদ্ভুত। অন্যদিকে রাজপুতগণ নিজেদের সম্পূর্ণ আমবংশীয় বলে দাবি করে এবং তাদের মতে তারা সূর্য ও চন্দ্র বংশজাত ক্ষত্রিয়। ঐতিহাসিক স্মিথ এর মতে রাজপুতরা যেমন ক্ষত্রিয় জাত তেমনি কুষাণ, শক, হুণ জাতীয় সংমিশ্রণ ঘটেছে।

    Best answer

Leave an answer