কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে টীকা লেখ?

Question

Answer ( 1 )

    1
    2023-02-13T09:57:21+05:30

    প্রথম মহিপালের রাজত্বকালে তাঁর পৌত্র দ্বিতীয় মহিপালের রাজত্বকালের কিছু আগে কলচুরিরাজ লক্ষীকর্ণ, ওড়িশার রাজা মহাশিবগুপ্ত যযাতি ও চারুক্যরাজ প্রথম সোমেশ্বরের বাংলা আক্রমণে পাল সাম্রাজ্য ছিন্নভিন্ন হয়ে পড়ে। তার উপর দ্বিতীয় মহিপালের রাজত্বকালে উত্তরবঙ্গের বরেন্দ্রভূমিতে ভীম ও দিব্য বা দিব্যকের নেতৃত্বে কৈবর্ত বিদ্রোহ শুরু হলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।

    Best answer

Leave an answer