একটি পাহাড় কেটে রথ আকৃতি মন্দির নির্মাণ করা ছিল প্রধান বৈশিষ্ট্য। প্রথম নরসিংহ বর্মনের রাজত্বকালে এই শিল্পের বিকাশ ঘটে এবং মহামল্ল শৈলী রীতিযর সূচনা হয়। মহাবলীরম ও মামল্লপুরমে এই সময়ের মন্দিরগুলি নির্মিত হয়। এছাড়াও চিন সম্রাটের অনুরোধে দ্বিতীয় নরসিংহ বর্মন নেগাপতমে অসাধারণ একটি বৌদ্ধ বিহার নির্মাণ করেন। মন্দির গাত্রের রিলিফ ভাস্কর্য ও মন্দির গাত্রে পৌরণিক বাহিনী চিত্রায়ণ এই শিল্পের অন্যতম বৈশিষ্ট্য।
Answer ( 1 )
একটি পাহাড় কেটে রথ আকৃতি মন্দির নির্মাণ করা ছিল প্রধান বৈশিষ্ট্য। প্রথম নরসিংহ বর্মনের রাজত্বকালে এই শিল্পের বিকাশ ঘটে এবং মহামল্ল শৈলী রীতিযর সূচনা হয়। মহাবলীরম ও মামল্লপুরমে এই সময়ের মন্দিরগুলি নির্মিত হয়। এছাড়াও চিন সম্রাটের অনুরোধে দ্বিতীয় নরসিংহ বর্মন নেগাপতমে অসাধারণ একটি বৌদ্ধ বিহার নির্মাণ করেন। মন্দির গাত্রের রিলিফ ভাস্কর্য ও মন্দির গাত্রে পৌরণিক বাহিনী চিত্রায়ণ এই শিল্পের অন্যতম বৈশিষ্ট্য।