শশাঙ্কর আসল নাম ‘নরেন্দ্রাদিত্য’। বিহারের রোটাসগড়ের এক শিলালিপিতে আবার ‘শ্রী মহাসামান্ত শশাঙ্ক’ কথাটির উল্লেখ আছে। এর থেকে অনেকে মনে করেন, বঙ্গদেশে গুপ্তরাজ মহাসেন গুপ্তর অধীনে একজন সামন্ত কর্মচারীরূপে তিনি জীবন শুরু করেছিলেন। পরে গুপ্তের দুর্বলতার সুযোগে শশাঙ্ক ক্ষমতা লাভ করেন। এই সময় থেকে স্বাধীন গৌড়রাজ্যের পত্তন ঘটে বলে ‘গজ্ঞাম’ লিপি থেকে জানা যায়। তবে বৌদ্ধ গ্ৰন্থ ‘আর্যমঞ্জুশ্রীমূলকল্প’ তে উল্লেখ আছে ৫২৫ খ্রিস্টাব্দের আগে ‘বঙ্গের’ কোনো অস্তিত্বই ছিল না।
Answer ( 1 )
শশাঙ্কর আসল নাম ‘নরেন্দ্রাদিত্য’। বিহারের রোটাসগড়ের এক শিলালিপিতে আবার ‘শ্রী মহাসামান্ত শশাঙ্ক’ কথাটির উল্লেখ আছে। এর থেকে অনেকে মনে করেন, বঙ্গদেশে গুপ্তরাজ মহাসেন গুপ্তর অধীনে একজন সামন্ত কর্মচারীরূপে তিনি জীবন শুরু করেছিলেন। পরে গুপ্তের দুর্বলতার সুযোগে শশাঙ্ক ক্ষমতা লাভ করেন। এই সময় থেকে স্বাধীন গৌড়রাজ্যের পত্তন ঘটে বলে ‘গজ্ঞাম’ লিপি থেকে জানা যায়। তবে বৌদ্ধ গ্ৰন্থ ‘আর্যমঞ্জুশ্রীমূলকল্প’ তে উল্লেখ আছে ৫২৫ খ্রিস্টাব্দের আগে ‘বঙ্গের’ কোনো অস্তিত্বই ছিল না।