ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের মতে কাশ্মীর পশ্চিম পাঞ্জাব, পশ্চিম রাজপুতানা, সিন্ধু ছাড়া প্রায় সমগ্র উত্তর ভারত সমুদ্রগুপ্তের সাম্রাজ্য ছিল। অর্থাৎ সমুদ্রগুপ্ত আর্যাবর্তের যে অংশ শাসন করতেন তা উত্তরে হিমালয় হতে দক্ষিণে নর্মদা এবং পশ্চিমে যমুনা ও চম্বল এবং পূর্বে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত বিস্তৃতি ছিল। এর বাইরে দক্ষিণ ভারত ছিল স্বায়ত্বশাসিত করদ ও মিত্ররাজ্য।
Answer ( 1 )
ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের মতে কাশ্মীর পশ্চিম পাঞ্জাব, পশ্চিম রাজপুতানা, সিন্ধু ছাড়া প্রায় সমগ্র উত্তর ভারত সমুদ্রগুপ্তের সাম্রাজ্য ছিল। অর্থাৎ সমুদ্রগুপ্ত আর্যাবর্তের যে অংশ শাসন করতেন তা উত্তরে হিমালয় হতে দক্ষিণে নর্মদা এবং পশ্চিমে যমুনা ও চম্বল এবং পূর্বে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত বিস্তৃতি ছিল। এর বাইরে দক্ষিণ ভারত ছিল স্বায়ত্বশাসিত করদ ও মিত্ররাজ্য।