সমুদ্রগুপ্তের কৃতিত্ব লেখো?

Question

Answer ( 1 )

    0
    2023-02-10T21:56:26+05:30

    সমুদ্রগুপ্তের কৃতিত্ব –

    (1) সমুদ্র গুপ্ত সমগ্র ভারতের এক সার্বভৌম রাজশক্তি প্রতিষ্ঠা করেছিলেন।

    (2) সামরিক প্রতিভার সাথে তিনি কূটনীতি জ্ঞানের পরিচয় দিয়েছিলেন।

    (3) তিনি একধারে বিদ্যাৎসাহী, সুকবি ও সুদক্ষ শাসক ও সঙ্গীতজ্ঞ ছিলেন।

    (4) ধর্মের দিক দিয়ে তিনি ছিলেন উদার। বীর বিদ্যান সাহিত্যিক, সঙ্গিত পারদর্শী ছিলেন।

    Best answer

Leave an answer