কত খ্রিস্টাব্দে ও কাদের মধ্যে পিকিং কনভেনশন স্বাক্ষরিত হয়? পিকিং কনভেনশনের দুইটি গুরুত্বপূর্ণ শর্তের উল্লেখ করো?

Question

Answer ( 1 )

    0
    2023-02-04T08:03:59+05:30

    ২৪ শে অক্টোবর ১৮৬০ খ্রিস্টাব্দে চীন ও ব্রিটেনের মধ্যে পিকিং কনভেনশন স্বাক্ষরিত হয়।

    পিকিং কনভেনশনের দুইটি গুরুত্বপূর্ণ শর্ত হলো –

    (১) হংকং এর উল্টোদিকে মূল চিনা ভূখণ্ডের কাউলুন উপদ্বীপে ব্রিটেন লাভ করবে এবং (২) বিদেশি বাণিজ্য ও বিদেশীদের বসবাসের জন্য তিয়েনসিন উন্মুক্ত হবে।

    Best answer

Leave an answer