শকরা মধ্য এশিয়ার সিরদরিয়া ও আমুদরিয়া অঞ্চলের যাযাবর জাতি ছিলেন। হেরোডোটাস ও স্ট্রাবের মতে এরা মধ্য এশিয়ার স্কাইথর নামে পরিচিত ছিল। এই স্কাইথীয়দের একটি শাখা হলো শক নামে পরিচিত। ইউ-চি নামক যাযাবরদের কাছে পরাজিত হয়ে শকরা ব্যাকট্রিয়া অঞ্চলে বসবাস শুরু করে।
Answer ( 1 )
শকরা মধ্য এশিয়ার সিরদরিয়া ও আমুদরিয়া অঞ্চলের যাযাবর জাতি ছিলেন। হেরোডোটাস ও স্ট্রাবের মতে এরা মধ্য এশিয়ার স্কাইথর নামে পরিচিত ছিল। এই স্কাইথীয়দের একটি শাখা হলো শক নামে পরিচিত। ইউ-চি নামক যাযাবরদের কাছে পরাজিত হয়ে শকরা ব্যাকট্রিয়া অঞ্চলে বসবাস শুরু করে।