সিরিয়ার রাজা সেলুকাস তাকে ৩০৫ খ্রীঃ পূঃ চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী পাটলিপুত্র পাঠান। তিনি ভারতে থাকার পর থেকে দেশে ফেরেন। এই সময় “ইন্ডিকা” নামে একটি গ্রন্থ রচনা করেন। কিন্তু মূল গ্রন্থটি হারিয়ে যায়। গ্রিক ও রোমের পণ্ডিতরা মেগাস্থিনিসের বহু তথ্য তাদের গ্রন্থে লিখেছিলেন। এর উপর নির্ভর করে বর্তমানে “ইন্ডিকা” গ্রন্থের একটি সংকলিত রুপরেখা দান করা হয়েছে। তার ফলে বেশ কিছু ত্রুটিও থেকে গেছে। মৌর্য যুগের বহু তথ্য এই গ্রন্থ থেকে জানতে পাওয়া যায়।
Answer ( 1 )
সিরিয়ার রাজা সেলুকাস তাকে ৩০৫ খ্রীঃ পূঃ চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী পাটলিপুত্র পাঠান। তিনি ভারতে থাকার পর থেকে দেশে ফেরেন। এই সময় “ইন্ডিকা” নামে একটি গ্রন্থ রচনা করেন। কিন্তু মূল গ্রন্থটি হারিয়ে যায়। গ্রিক ও রোমের পণ্ডিতরা মেগাস্থিনিসের বহু তথ্য তাদের গ্রন্থে লিখেছিলেন। এর উপর নির্ভর করে বর্তমানে “ইন্ডিকা” গ্রন্থের একটি সংকলিত রুপরেখা দান করা হয়েছে। তার ফলে বেশ কিছু ত্রুটিও থেকে গেছে। মৌর্য যুগের বহু তথ্য এই গ্রন্থ থেকে জানতে পাওয়া যায়।