সাতবাহন শাসনের গুরুত্ব কি ছিল?

Question

Answer ( 1 )

    0
    2023-02-02T10:27:35+05:30

    ৩০০ বছরের সাতবাহন বংশের শাসনকাল ভারতের ইতিহাসে এর গুরুত্বপূর্ণ অধ্যায়।

    (১) এই বংশের রাজত্বকালেই সর্বপ্রথম দক্ষিণ ভারতের রাষ্ট্রীয় ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠিত হয়।

    (২) শক, পহ্লব, যবন প্রভৃতি বিদেশী জাতির আক্রমণ হতে দক্ষিণ ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির ধারাবাহিকতা সর্বপ্রথম সাতবাহনরাই রক্ষা করেছিল।

    (৩) দক্ষিণ ভারতে ব্রাহ্মণ্য সংস্কৃতির পুনঃস্থাপন ও পুনরুল্থানে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিল।

    (৪) সাতবাহনরা উত্তর ভারতের আর্য সংস্কৃতির সাথে দক্ষিণ ভারতের দ্রাবিড় সংস্কৃতির সমন্বয় সাধন করেছিলেন।

    পরিশেষে বলা যায় সাতবাহনরা ভারতের ঐতিহ্যবাহী সাংস্কৃতির ঐক্য স্থাপনের ঐতিহাসিক দায়িত্ব সাফল্যের সাথে সম্পন্ন করেছিল।

    Best answer

Leave an answer