একশত দিবৎসের সংস্কার বলতে কী বোঝো?

Question

Answer ( 1 )

    0
    2023-01-31T22:06:06+05:30

    ঐতিহাসিক জঁজ্ঞ সনের মতে ১৮৯৮ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে গড়ে ওঠা জাতীয় প্রতিরক্ষা সমিতির সংস্কারের যে দাবি তুলেছিল তা ছিল শত দিবৎসের সংস্কারের জন্য আন্দোলনের সূচনা। এরপর থেকে একশো দিন ধরে বিভিন্ন সংস্কার মূলক আইন প্রবর্তিত হতে থাকে। একশো দিন ধরে প্রবর্তিত হওয়া এইসব সংস্কারমূলক আইনকে একশত দিবৎসের সংস্কার বলা হয়।

    Best answer

Leave an answer