মথুরা শিল্প কি?

Question

Answer ( 1 )

    1
    2023-01-27T17:31:03+05:30

    শক-কুষাণ যুগের মধুরা নগরকে কেন্দ্র করে ভারতীয় শিল্পনীতি যে নতুন ধারায় সূচনা হয়েছিল তা মথুরা শিল্প নামে পরিচিত। বেলে পাথর কেন্দ্রিক মথুরা শিল্পগুলি গড়ে উঠেছিল এই শিল্পকলার গঠন স্থূলতা ও যৌনতার প্রকাশ বর্তমান। এছাড়াও বুদ্ধের মূর্তিগুলোকে পুরুষোচিত দৃঢ়তাই প্রকাশ পেয়েছে।

    Best answer

Leave an answer