গান্ধার শিল্প কি?

Question

Answer ( 1 )

    0
    2023-01-27T16:47:53+05:30

    গান্ধার অঞ্চলে ভারত-গ্রিক-রোমান শিল্প রীতির প্রকরণ খ্রিস্টপূর্ব ৫০ শব্দ থেকে প্রায় ৪০০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ভাস্কর্য রীতির যে বিকাশ ঘটেছিল তাকে গান্ধার শিল্প বলা হয়।

    এই শিল্প বুদ্ধকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এবং এই শিল্পে মূর্তির অঙ্গ ও অবয়ব বাস্তবধর্মী ছিল। রাজা কনিষ্কের রাজত্বকালে এই শিল্প বিশেষভাবে বিকশিত হয়েছিল।

    Best answer

Leave an answer