কাউলুন ঘটনা কাকে বলে?

Question

Answer ( 1 )

    0
    2023-01-26T12:19:10+05:30

    জুলাই ১৮৩৯ খ্রিস্টাব্দে কাউলুনে একদল ইংরেজ নাবিক এক চীনাকে হত্যা করলে ক্যান্টনের বিশেষ কমিশনার লিন-সে-সু দোষী ব্যাক্তিদের প্রত্যপর্ণ দাবি করে। কিন্তু ব্রিটিশ কৃতপক্ষে জানাই যে ব্রিটিশ নাগরিকদের বিচারে অধিকার চীনের নেই। ফলে উভয়ের মধ্যে তিক্ততা বৃদ্ধি পায়। এই ঘটনা কাউলুন ঘটনা নামে পরিচিত।

    Best answer

Leave an answer