Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Add question



হলদিয়া শিল্পাঞ্চলের বর্তমান ও প্রস্তাবিত শিল্পগুলোর নাম কর।

হলদিয়া শিল্পাঞ্চলের বর্তমান শিল্পসমূহ

(১) পেট্রোলিয়াম কমপ্লেক্স (হলদিয়া পেট্রোকেমিক্যালস্); (২) পিউরিফায়েড থেরেপথ্যালিক অ্যাসিড (এম. সি. সি. পি. টি. এ. ইন্ডিয়া লিমিটেড); (৩) তৈল শোধনাগার (ইন্ডিয়ান অয়েল), (৪) রাসায়নিক সার কারখানা (হিন্দুস্থান ফার্টিলাইজার), (৫) ফসফেট কারখানা (হিন্দুস্থান লিভার), (৬) সাবান কারখানা (হিন্দুস্থান লিভার), (৭) কীটনাশক ওষুধের কারখানা (শ-ওয়ালেস), (৮) ব্যাটারী কারখানা (ক্লোরাইড ইণ্ডিয়া); (৯) অ্যাক্রেলিক তঞ্চ (কনসোলিডেটেড ফাইবারস এন্ড কোম্পানি); (১০) কোল্ড রোলিং মিল (স্যামন) ইত্যাদি।

• এছাড়া হলদিয়া শিল্পাঞ্চলে বর্তমানে : (১১) সিমেন্ট, (১২) পেট্রোকার্বন, (১৩) লবণ, (১৪) বেকারী (পাউরুটি, বিস্কুট প্রভৃতি) এবং (১৫) অসংখ্য ছোটো ছোটো ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে।

হলদিয়া শিল্পাঞ্চলের প্রস্তাবিত শিল্প

হলদিয়া শিল্পাঞ্চলের প্রস্তাবিত শিল্পগুলো হল: (১) পি. ই. টি. রেজিন প্রকল্প (সাউথ এশিয়ান পেট্রোকেম লিমিটেড), (২) জাহাজ নির্মাণ শিল্প, (৩) ভারী রাসায়নিক শিল্প, (৪) স্কুটার নির্মাণ শিল্প, (৫) ইলেকট্রনিক শিল্প প্রভৃতি।

[maxbutton id=”1″ text=”Download Note PDF” url=”https://sub2unlock.xyz/ed8a” linktitle=”tooltip” window=”new” nofollow=”true”]

Leave a reply