ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার
১। সলবাই-এর সন্ধি কবে এবং কাদের মধ্যে হয়েছিল?
উত্তর : ১৭৮২ খ্রিস্টাব্দে মারাঠা ও ইংরেজুদের মধ্যে সলবাই-এর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল।
২। অধীনতামূলক মিত্রতা চুক্তিতে প্রথম কে স্বাক্ষর করেন?
উত্তর: হায়দরাবাদের নিজাম অধীনতামূলক মিত্রতা চুক্তিতে প্রথম স্বাক্ষর করেন।
৩। সগৌলির সন্ধি কবে কাদের মধ্যে সম্পাদিত হয়?
উত্তরঃ ১৮১৬ খ্রিস্টাব্দে, গোর্খা ও ইংরেজদের মধ্যে সগৌলির সন্ধি সম্পাদিত হয়।
৪। বেসিনের সন্ধি করে কাদের মধ্যে সম্পাদিত হয়?
উত্তর : ১৮০২ খ্রিস্টাব্দে দ্বিতীয় বাজিরাও ও লর্ড ওয়েলেসলির মধ্যে বেসিনের সন্ধি সম্পাদিত হয়।
৫। শেষ পেশোয়া কে ছিলেন?
উত্তরঃ দ্বিতীয় বাজিরাও মতান্তরে দ্বিতীয় বাজিরাও-এর দত্তকপুত্র নানাসাহেব।
৬। ম্যাঙ্গালোরের সন্ধি কবে কাদের মধ্যে সম্পাদিত হয়?
উত্তর : ১৭৮৪ খ্রিস্টাব্দে টিপু সুলতান ও ওয়ারেন হেস্টিংসের মধ্যে ব্যাঙ্গালোরের সন্ধি সম্পাদিত হয়।
৭। কোন যুদ্ধে মহীশুর রাজ্যের পতন ঘটে?
উত্তর : চতুর্থ ইঙ্গ-মহিশূর যুদ্ধে মহিশুর রাজ্যের পতন ঘটে।
৮। কবে কাদের মধ্যে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ১৮০৯ খ্রিস্টাব্দে রণজিৎ সিংহ ও লর্ড মিন্টোর (১ম) মধ্যে সন্ধি স্বাক্ষরিত হয়।
৯। কোন্ আইনে বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল বলা হয়?
উত্তরঃ ১৭৭৩ খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল বলা হয়।
১০। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে?
উত্তর : সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি হলেন স্যার ইলিজা ইম্পে।
১১। অসম কবে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়?
উত্তরঃ ১৮২১ খ্রিস্টাব্দে অসম ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়।
১২। শিখ জাতিকে ঐক্যবদ্ধ কে করেছিলেন?
উত্তর : রণজিৎ সিংহ শিখ জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন।
১৩। ‘মিসল’ শব্দের অর্থ কী?
উত্তর : গুরু গোবিন্দ সিংহের মৃত্যুর পর শিখজাতি ১২টি দলে বিভক্ত হয়ে যায়। এই বিভক্ত হওয়া প্রত্যেকটিকে দলকে মিস বলা হয়।
১৪। রণজিৎ সিংহ কোন্ মিসল্-এর অধিপতি ছিলেন?
উত্তর : রণজিৎ সিংহ সুকারচুকিয়া মিশলের অধিপতি ছিলেন।
১৫। রণজিৎ সিংহের পিতার নাম কী?
উত্তর : রণজিৎ সিংহের পিতার নাম ছিল মহাসিংহ।
১৬। “সব লাল হো যায়েগা”—কে বলেছেন?
উত্তর : “সব লাল হো যায়েগা” বলেছেন রণজিৎ সিংহ।
১৭। দ্বৈত শাসনব্যবস্থা কবে কে রদ করেন?
উত্তরঃ ১৭৭২ খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসনব্যবস্থা রদ করেন।
১৮। দেশীয় বিচারকদের বিচার ক্ষমতা কে হরণ করেন?
উত্তর : লর্ড কর্নওয়ালিশ দেশীয় বিচারকদের বিচার ক্ষমতা হরণ করেন।
১৯। কর্নওয়ালিশ কোড কী?
উত্তর : আইন, বিচার, শাসনব্যবস্থা সম্পর্কিত যে সমস্ত সংস্কার লর্ড কর্নওয়ালিশ করেছিলেন সেগুলিকে কর্নওয়ালিশ কোড বলা হয়।
২০। ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের শাসন সংস্কারের স্থপতি কে?
উত্তর : গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস ভারতে ব্রিটিশ সাম্রাজের শাসন সংস্কারের স্থপতি ছিলেন।
২১। সিভিল সার্ভিসের উদ্যোক্তা কে?
উত্তর : লর্ড কর্নওয়ালিশ ছিলেন সিভিল সার্ভিসের উদ্যোক্তা
২২। “প্রত্যেকটি ভারতীয় দুর্নীতি পরায়ণ” কে বলেছেন?
উত্তর : লর্ড কর্নওয়ালিশ বলেছেন “প্রত্যেকটি ভারতীয় দুর্নীতি পরায়ণ।”
২৩। সদর দেওয়ানি আদালত কোথায় স্থাপিত হয়?
উত্তর : ফোর্ট উইলিয়ামে সদর দেওয়ানি আদালত স্থাপিত হয়।
Leave a reply
You must login or register to add a new comment .