ঔপনিবেশিক শাসন সুদৃঢ় হওয়ার সঙ্গে সঙ্গে ভারতে কৃষিসমাজও কয়েকটি দিক দিয়ে ভাঙনের সম্মুখীন হয়।
প্রথমত
নতুন ভূমিরাজস্ব ব্যবস্থায় কৃষক শ্রেণি জমির ওপর নিজেদের কর্তৃত্ব হারায়। ফলে জমি তাদের কাছে শুধুমাত্র জীবিকা নির্বাহের উৎসে রূপান্তরিত হয়।
দ্বিতীয়ত
ফসলের পরিবর্তে নগদ অর্থে রাজস্ব পরিশোধ ব্যবস্থা প্রচলিত হওয়ায় ছোটো কৃষকেরা মহাজনদের কাছে জমি বন্ধক দিয়ে ঋণ গ্রহণে বাধ্য হত। চক্রবৃদ্ধি সুদ ও মহাজনদের অসাধুতায় কৃষক শ্রেণি তাদের জমি হারাত।
তৃতীয়ত
কৃষকেরা দাদনি প্রথার জন্য কোম্পানিকে ফসল বিক্রি করতে বাধ্য হত। দস্তুরি প্রথায় কোম্পানির দালালরা কম মূল্যে ফসল কেনায় ক্ষুদ্র চাষিদের অবস্থা শোচনীয় হয়ে পড়ত।
চতুর্থত
প্রাকৃতিক দুর্যোগে ও পত্তনিদারদের অত্যাচারে কৃষক শ্রেণির সম্পত্তি ধ্বংস হয় ও কৃষকসমাজ দুর্দশার সন্মুখীন হয়।
Leave a reply
You must login or register to add a new comment .