মহলওয়ারি ব্যবস্থার মূল শর্ত
উত্তর ভারতের গাঙ্গেয় সমভূমি, অঞ্চলে, মধ্যপ্রদেশের কিছু অংশে, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও পাঞ্জাবের কিছু অংশে রাজস্ব আদায়ের জন্য হোল্ট ম্যাকেঞ্জি ১৮২২ খ্রিস্টাব্দে মহলওয়ারি ব্যবস্থার প্রচলন করেন। এই ব্যবস্থায় কয়েকটি শর্ত লক্ষ করা যায়।
(১) কয়েকটি গ্রাম নিয়ে একটি ‘মহল’ গঠন করা হত এবং একজন ব্যক্তিকে বা কয়েকজন ব্যক্তিকে যৌথভাবে ওই মহলের রাজস্ব সংগ্রাহকরূপে নিযুক্ত করা হত।
(২) ২০ বা ৩০ বছরের জন্য ইজারাপ্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তিগণের সঙ্গে এই ব্যবস্থা করা হত।
(৩) সংগৃহীত রাজস্বের ৮০% অর্থ সরকারকে দিতে হত এবং অবশিষ্ট ২০% পেত মহলদার বা তালুকদার। বাস্তবে দেখা যায় যে সরকারের প্রাপ্য অনেকখানি হ্রাস করা হয়েছিল।
Leave a reply
You must login or register to add a new comment .