বন্দর গঠনের অনুকূল অবস্থা
বন্দর গঠনের অনুকূল অবস্থাগুলোর মধ্যে : (১) ভগ্ন উপকূল, (২) স্বাভাবিক পোতাশ্রয়, (৩) গভীর সমুদ্র অথবা নদী বা খাল, (৪) উন্নত যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থা, (৫) সমৃদ্ধ পশ্চাভূমি, (৬) সুলভ শ্রমিক, (৭) প্রশস্ত ডক ও জেটি এবং (৮) তুষারমুক্ত পরিবেশ প্রধান।
Leave a reply
You must login or register to add a new comment .