নিউ তুতিকোরিন বন্দরের গুরুত্ব
তামিলনাড়ু রাজ্যের পূর্বে মান্নার উপসাগরের উপকূলে অবস্থিত নিউ তুতিকোরিন একটি সমুদ্র বন্দর। বিভিন্ন কারণে এই বন্দরটি গড়ে উঠেছে।
(১) ভগ্ন উপকূল, (২) গভীর উপসাগর, (৩) মনোরম আবহাওয়া, (৪) উন্নত যোগাযোগ ব্যবস্থা, (৫) সরকারি আনুকূল্য, (৬) শ্রমিকের সুলভ সরবরাহ প্রভৃতি নানা কারণে বন্দরটির সৃষ্টি ও উন্নতি সম্ভব হয়েছে।
→ এখানকার পোতাশ্রয়টি স্বাভাবিক ও উৎকৃষ্ট শ্রেণির। রেল ও সড়কপথে বন্দরটি পশ্চাদভূমির সঙ্গে সুসংযুক্ত, ফলে মালপত্র আদানপ্রদানে খুবই সুবিধা হয়।
পশ্চাদভূমি
তামিলনাড়ু রাজ্য এই বন্দরের পশ্চাদভূমি।
আমদানি-রপ্তানি বাণিজ্য
পেট্রোলিয়ামজাত খনিজ তেল, কয়লা ও লবণ এই বন্দরের প্রধান পরিবহনীয় দ্রব্য। এছাড়া সিমেন্ট, সার প্রভৃতি এই বন্দর মারফৎ বিদেশে রপ্তানি করা হয়। এই বন্দরের আমদানি বাণিজ্য বিশেষ উল্লেখযোগ্য নয়। শ্রীলঙ্কা এই বন্দরের কাছাকাছি অবস্থিত হওয়ায়, শ্রীলঙ্কামুখী অধিকাংশ ব্যাবসাবাণিজ্য এই বন্দরের মাধ্যমেই করা হয়।
Leave a reply
You must login or register to add a new comment .