গুজরাট রাজ্যে কচ্ছ উপসাগরের উত্তর-পূর্ব উপকূলে কাণ্ডালা বন্দরটি অবস্থিত। এটি একটি উন্নত সামুদ্রিক বন্দর ও পোতাশ্রয়।
পশ্চাদভূমি
গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর এবং অন্ধ্রপ্রদেশের পশ্চিমাংশ এই বন্দরের পশ্চাদভূমি।
আমদানি ও রপ্তানি বাণিজ্য
এখানকার প্রধান রপ্তানি দ্রব্যের মধ্যে লবণ, চা, অস্থি, চিনি, চাল, সিমেন্ট, ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি প্রভৃতি প্রধান ও বিদেশ থেকে আমদানিকৃত জিনিসের মধ্যে খনিজ তেল, খাদ্যশস্য, সার, কার্পাস, পটাশ, গন্ধক, বনস্পতি ও যন্ত্রপাতি প্রধান।
→ কাণ্ডালা বন্দরের মাধ্যমে প্রধানত ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আফ্রিকা ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য করা হয়।
আমদানি বাণিজ্যে কাণ্ডলা বন্দরের স্থান ভারতীয় বন্দরগুলির মধ্যে পঞ্চম ও রপ্তানি বাণিজ্যে কাণ্ডালার স্থান সপ্তম।
সম্ভাবনা
এখানকার পোতাশ্রয়টি স্বাভাবিক ও গভীর হওয়ায়, যে-কোন ধরনের জাহাজ এখানে আসতে ও মাল খালাস করতে পারে। এখানে রাত্রিতেও জাহাজ চলাচল ও মাল খালাসের সুব্যবস্থা আছে। বন্দরটি মুম্বই বন্দরের তুলনায় রাজধানী দিল্লির কাছাকাছি অবস্থিত হওয়ায়, বন্দরটির উন্নতিতে সুবিধা হয়েছে। বন্দরটি রেলপথ ও সড়কপথে ভারতের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সুসংযুক্ত হওয়ার ফলে মালপত্র আদানপ্রদানে যথেষ্ট সাহায্য হয়।
এছাড়া এটি একটি সামুদ্রিক মৎস্য শিকার কেন্দ্র। মৎস্য সংরক্ষণের উপযোগী হিমঘরও এখানে অবস্থিত।
Leave a reply
You must login or register to add a new comment .