মহাবিদ্রোহে জনগণের কী ভূমিকা
রাজ্যহারা ক্ষুব্ধ রাজারানি, জমিহারা জমিদার, গৃহহারা জমিহারা কৃষক, জীবিকাচ্যুত কারিগর ও শ্রমিক, মোল্লা-পুরোহিতের দল এই ব্যাপক সামাজিক বিস্ফোরণকে তাদের নিজ নিজ সম্প্রদায় ও শ্রেণির দুঃখ যন্ত্রণার অবসানের উপায় হিসেবে গ্রহণ করেন। তাই সিপাহিদের অনুপস্থিতিতে বিভিন্ন স্থানে বিদ্রোহ দেখা দিয়েছিল। মজফ্ফরনগর, পাটনা, লখনউ প্রভৃতি স্থানে জনসাধারণের বিদ্রোহ ছিল স্বতঃস্ফূর্ত। তবে অযোধ্যা ছিল এই বিদ্রোহের মূল কেন্দ্র। হোমস্-এর মতে অযোধ্যায় দেড় লক্ষ বিদ্রোহী প্রাণ দেয়। তাদের মধ্যে সিপাহি ছিল মাত্র ৩৫ হাজার।
Leave a reply
You must login or register to add a new comment .