মহাবিদ্রোহের সামাজিক কারণ
মহাবিদ্রোহ-পূর্ব ভারতের সামাজিক অবস্থা ছিল অত্যন্ত সংকটজনক। লর্ড কর্নওয়ালিশ, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক প্রমুখ ইংরেজ শাসকের চোখে ভারতীয়রা ছিল। হোয়াইট ম্যানস বার্ডেন মাত্র। তাদের চোখে ‘কুকুর’ ও ভারতীয়দের মধ্যে কোনো পার্থক্য ছিল না।
ফলে ইংরেজ সরকার গঙ্গাসাগরে শিশু বিসর্জন, শিশুহত্যা বন্ধ, সতীদাহ নিবারণ, বিধবা বিবাহ প্রচলন, নারীশিক্ষা প্রসার, পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রেলপথ স্থাপন সহ বিভিন্ন হিতকর সামাজিক পদক্ষেপ গ্রহণ করেছিল এগুলি রক্ষণশীল ভারতবাসীর কাছে নিজেদের সমাজ সংস্কৃতি ধ্বংসের প্রস্তুতি বলে প্রতিভাত হয়েছিল। উন্নয়নের মানবিক মুখ আচরণের রূঢ়তায় ঢাকা পড়ে গিয়েছিল। প্রকৃত সমাজ উন্নয়নমূলক এই জাতীয় পদক্ষেপগুলি পারস্পরিক অবিশ্বাসের জন্য প্রশ্নচিহ্নের সামনে এসে দাঁড়িয়ে ছিল।
Leave a reply
You must login or register to add a new comment .