সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব
যদিও শেষ পর্যন্ত সামরিক শক্তিতে বলীয়ান ব্রিটিশদের কাছে সাঁওতাল মাথা নত করতে বাধ্য হয়েছিল তবুও (১) এই আপোসহীন সংগ্রামের উজ্জ্বল দৃষ্টান্ত বাস্তবায়িত হয়েছিল। এই বিদ্রোহের মাধ্যমে বাংলা ও বিহারে নবযুগের সূচনা হয়। (২) সাঁওতালদের আত্মত্যাগ ও সংগ্রাম পরবর্তী কৃষক সংগ্রামগুলিকে অনুপ্রাণিত করে এবং এর ১০০ বছরের মধ্যে শোনা যায় সিপাহি বিদ্রোহের রণদামামা। (৩) এর পরিপ্রেক্ষিতে সাঁওতালদের জন্য কয়েকটি বিধিব্যবস্থা ও পৃথক উপজাতি হিসেবে স্বীকৃতি দিয়ে পৃথক সাঁওতাল পরগনা গঠন ও উক্ত অঞ্চলে রাজস্বের পরিমাণ হ্রাস করা না হলেও শোষণ পীড়নের মাত্রা হ্রাস করা হয়। (৪) এর ফলে সম্পন্ন সাঁওতালদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রচলন শুরু হয়। (৫) একে মহাবিদ্রোহের সঙ্গে তুলনা করা হয়েছে এবং যুগান্তকারী মহাবিদ্রোহের অগ্রদূত বলা হয়েছে।
Leave a reply
You must login or register to add a new comment .