কোম্পানির রাজত্বে কৃষক ও কারিগরদের দুর্দশা
কোম্পানির সরকারের অনুসৃত অর্থনৈতিক নীতিতে ভারতের কৃষক এবং অন্যান্য পেশায় নিযুক্ত শ্রমিকদের চরম দুর্দশা উপস্থিত হয়েছিল। ইংরেজদের প্রবর্তিত নতুন ভূমি বন্দোবস্তে জমি ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছিল সবচেয়ে বেশি। ঋণের বেড়াজালে জড়িয়ে পড়ায় তারা সর্বস্বান্ত হয়েছিল। আর ভারতকে বিলেতি পণ্যের বাজারে পরিণত করবার ফলে এখানকার কারিগরি শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা জীবিকাহীন হয়ে পড়েছিল। এরাও তখন ভিড় করেছিল কৃষিকাজে।
Leave a reply
You must login or register to add a new comment .