মহাবিদ্রোহে হিন্দু মুসলিম সম্পর্ক
এই বিদ্রোহের একটি উজ্জ্বল দিক হল হিন্দু-মুসলমান ঐক্য প্রচেষ্টা। সরকারের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংস্কারের পদক্ষেপে অসন্তুষ্ট উভয় সম্প্রদায়দের মানুষের মনে সৃষ্টি করেছিল মহাবিদ্রোহ। এনফিল্ড রাইফেলের টোটা সংক্রান্ত ঘটনা, মোগল সম্রাটকে হিন্দু-মুসলমান নির্বিশেষে ভারত সম্রাটরূপে বরণ করার মাধ্যমেই নেতৃত্ব দানের ক্ষেত্রে উভয় সম্প্রদায়ের মধ্যে ঐক্যের সম্পর্ক গড়ে উঠেছিল। এই ঐক্য সম্পর্কই মহাবিদ্রোহ সংঘটিত করতে সাহায্য করেছিল। কার্ল মার্কস বলেছেন, বিদ্রোহ শুরু করেছিল হিন্দুসিপাহিরা কিন্তু তারা দিল্লির মসনদে বসিয়েছিল মুসলমান সম্রাটকে। মুসলমানরা ঐক্যের প্রতি আস্থা রাখতে ওই বছরই ডিসেম্বরে ঈদে গো-কুরবানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ইংরেজরা সচেতনভাবে ভেদনীতি প্রয়োগ করেও এই ঐক্যের বন্ধনে ভাঙন ধরাতে পারেনি।
Leave a reply
You must login or register to add a new comment .