সিপাহি বিদ্রোহের প্রত্যক্ষ কারণ
১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের মূল কারণ ছিল সিপাহিদের মনে পুঞ্জীভূত অসন্তোষ। এই অসন্তোষ বারুদের স্তূপে আগুনের ফুলকি হিসেবে কাজ করেছিল। ১৮৫৭ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে চালু হওয়া এনফিল্ড ২৩ মার্চ তৎকালীন সেনানায়ক অ্যানসন ১৮৫৭ খ্রিস্টাব্দে ২৩ মার্চ এক চিঠিতে নতুন এনফিল্ড রাইফেল সংক্রান্ত সেনা অসন্তোষের কথা লর্ড ক্যানিংকে জানান। কিন্তু সরকার এই অসন্তোষের কোনোরকম গুরুত্ব না দেওয়ায় নতুন ধরনের রাইফেলের বুলেট দাঁতে কেটে ব্যবহার করতে হত। রটে যায় এই বুলেটে শুয়োর ও গোরুর চর্বির আবরণ আছে। ফলে ধর্মনাশের ভয়ে হিন্দু-মুসলমান সিপাহিদের বিক্ষুব্ধ মনে অসন্তোষ পুঞ্জীভূত হয়। এই অসন্তোষই বিদ্রোহের আকারে প্রকাশিত হয়।
Leave a reply
You must login or register to add a new comment .