সিপাহি বিদ্রোহের রাজনৈতিক কারণ
বিগত একশ বছরে ভারতবর্ষের ভৌগোলিক এলাকার দুই-তৃতীয়াংশে কোম্পানির শাসন কায়েম হয়েছিল। একটি বিদেশি বাণিজ্য শক্তির রাজশক্তিতে পরিণত হয়ে ওঠার ফলে রাজ্যচ্যুত ভারতীয় রাজন্যবর্গের মধ্যে কোম্পানির বিরুদ্ধে এক তীব্র অসন্তোষ দেখা দিয়েছিল। লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি, লর্ড ডালহৌসির স্বত্ববিলোপ নীতি, কুশাসনের অভিযোগে অযোধ্যা অধিগ্রহণ ভারতীয় শাসক গোষ্ঠীর মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছিল।
এছাড়া তাঞ্জোর, কর্ণাটকের রাজপরিবারের ভাতা বন্ধ, নানা সাহেবের বৃত্তি বন্ধ, মোগল সম্রাটকে পরিবারসহ প্রাসাদ থেকে বহিষ্কার, মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের উপাধি বিলোপের সিদ্ধান্ত হিন্দু-মুসলমান উভয়ের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। এর ফলে দেশীয় রাজশক্তি অনুভব করে ব্রিটিশদের জন্য তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এই নিরাপত্তহীনতা বোধ অবশেষে বিদ্রোহে রূপান্তরিত হয়।
Leave a reply
You must login or register to add a new comment .