সিপাহি বিদ্রোহের সামরিক কারণ
১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ যেহেতু ছিল প্রাথমিকভাবে সিপাহি বিদ্রোহ, তাই সিপাহিদের অসন্তোষ ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ তারাই ছিল ভারতে ঔপনিবেশিক শাসনের মূল ভিত্তি। ইউরোপীয় সেনাদের তুলনায় কম বেতন, পদোন্নতির অভাব, নিম্নমানের খাদ্য, বস্ত্র, কর্তৃপক্ষের দুর্ব্যবহার প্রভৃতি কারণে তাদের মধ্যে অসন্তোষ পুঞ্জীভূত হচ্ছিল।
ভারতীয়দের সেনা ছাউনিতে খ্রিস্ট ধর্মযাজকদের অবাধ উপস্থিতি, পুঞ্জীভূত পাগড়ি, দাড়ি, তিলক প্রভৃতি ব্যাপারে কর্তৃপক্ষের বিভিন্ন ফরমান, বিশেষ করে ১৮৫৬ খ্রিস্টাব্দে লর্ড ক্যানিং-এর আমলে ‘জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট’ চালু হওয়ায় সিপাহিদের অসন্তোষকে ক্ষোভে রূপান্তর করে। এই নতুন আইনে বলা হয়েছিল, দেশ ও দশের বাইরে সিপাহিদের যাওয়া বাধ্যতামূলক। ফলে তারা জাতি ও সমাজচ্যুতির ভয় পেয়েছিল।
Leave a reply
You must login or register to add a new comment .