ভারতে ব্রিটিশ শাসনের প্রথম শতকে প্রতিবাদ, প্রতিরোধ ও বিদ্রোহ
১। সাঁওতাল বিদ্রোহ কোন্ বছর শুরু হয়েছিল?
উত্তর ঃ ১৮৫৫ খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল।
২। সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম বলো।
উত্তর : সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম হল সিধু।
৩। ভারতের শেষ মোগল সম্রাট কে ছিলেন?
উত্তর : ভারতের শেষ মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ।
৪। কত খ্রিস্টাব্দে সিপাহি বিদ্রোহ ঘটেছিল?
উত্তর : ১৮৫৭ খ্রিস্টাব্দে সিপাহি বিদ্রোহ ঘটেছিল।
৫। ফরাজি আন্দোলনের সূত্রপাত কে করেছিলেন?
উত্তর : হাজিশরিয়ৎ উল্লাহ ফরাজি আন্দোলনের সূত্রপাত করেছিলেন।
৬। কে প্রথম সিপাহি বিদ্রোহ শুরু করেছিলেন?
উত্তরঃ প্রথম সিপাই বিদ্রোহ শুরু করেছিলেন মঙ্গল পান্ডে।
৭। বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন?
উত্তর : বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন তিতুমির।
৮। সিপাহি বিদ্রোহের সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর : সিপাই বিদ্রোহের সময় বাংলার গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং।
৯। ঝাঁসির রানি বিখ্যাত কেন?
উত্তর ঃ ঝাঁসির রানি লক্ষ্মীবাই মহিলানেত্রী হিসেবে সিপাহি বিদ্রোহে অসম বীরত্বের পরিচয় দিয়েছিলেন। এই জন্য তিনি বিখ্যাত।
১০। কোল বিদ্রোহের দুজন নেতার নাম বল।
উত্তরঃ কোল বিদ্রোহের দুজন নেতার নাম হল বুখু ভগৎ ও জোয়া ভগৎ।
১১। তাঁতিয়া টোপি কে ছিলেন?
উত্তর ঃ নানা সাহেবের সহকারী তাঁতিয়া টোপি ছিলেন সিপাহি বিদ্রোহের অন্যতম নেতা।
১২। সিপাহি বিদ্রোহ সর্বপ্রথম কোথায় আত্মপ্রকাশ করে?
উত্তর : সিপাহি বিদ্রোহ ব্যারাকপুরে সর্বপ্রথম আত্মপ্রকাশ করে।
১৩। সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ কে?
উত্তর : সিপাই বিদ্রোহের প্রথম শহিদ, হলেন মঙ্গল পান্ডে।
১৪। সন্ন্যাসী বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল?
উত্তরঃ ১৭৬৩ খ্রিস্টাব্দে সন্ন্যাসী বিদ্রোহ সংঘটিত হয়েছিল।
১৫। চুয়াড় বিদ্রোহ কোন্ বছর হয়েছিল?
উত্তর : ১৭৯৯ খ্রিস্টাব্দে চুয়াড় বিদ্রোহ হয়েছিল।
১৬। বাঁশের কেল্লা কে নির্মাণ করেছিলেন?
উত্তর ঃ তিতুমির উত্তর ২৪ পরগনার নারকেলবেড়িয়াতে বাঁশের কেল্লা তৈরি করে বারাসাত বিদ্রোহ (১৮৩২ খ্রিস্টাব্দ) শুরু করেছিলেন।
১৭। সিপাহি বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে কে বর্ণনা করেছেন?
উত্তরঃ বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকর সিপাহি বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে বর্ণনা করেছেন।
১৮। ‘ফরাজি’ শব্দের অর্থ কী?
উত্তর ঃ ‘ফরাজি’ শব্দের অর্থ হল ইসলামনির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য।
১৯। সন্ন্যাসি ফকির বিদ্রোহ কত সালে সংঘটিত হয়েছিল? এই বিদ্রোহের দুজন নেতার নাম করো।
উত্তর ঃ ১৭৬৩ সালে এই বিদ্রোহ সংঘটিত হয়। এই বিদ্রোহের দুজন নেতা ছিলেন ভবানি পাঠক, দেবি চৌধুরানি।
২০। ভারতে ওয়াহাবি আন্দোলনের কে সূচনা করেন?
উত্তর : দিল্লির বিখ্যাত মুসলিম সন্তু শাহ ওয়ালিউল্লাহ এই আন্দোলনের সূচনা করলেও ভারতে এই আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ আহমদ। মক্কায় গিয়ে ওয়াহাবি মতাদর্শের দ্বারা উদ্বুদ্ধ হয়ে তিনি ভারতে এসে ১৮২২ খ্রিস্টাব্দে ওয়াহাবি আদর্শে শুদ্ধি আন্দোলন সূচনা করেন।
২১। ‘ওয়াহাবি’ কথাটির অর্থ কী।
উত্তর ঃ ‘ওয়াহাবি’ শব্দের অর্থ নবজাগরণ। ‘ওয়াহাবি’ আন্দোলনের প্রকৃত নাম তারিখ-ই-মহম্মদীয়া’, অর্থাৎ মহম্মদ প্রদর্শিত পথ। অষ্টাদশ শতকে আবদুল ওয়াহাব নামে এক ধর্মপ্রাণ ব্যক্তি ইসলাম ধর্মের সংস্কার ও পুনরুজ্জীবনের জন্য এই আন্দোলনের সূত্রপাত করেন। তাঁর নাম থেকেই ওই শুদ্ধি আন্দোলন ‘ওয়াহাবি’ আন্দোলন নামে পরিচিত হয়েছে।
২২। ফরাজি আন্দোলনের সূচনা কে করেন? এর উদ্দেশ্য কী ছিল?
উত্তর ঃ ফরিদপুর জেলা নিবাসী মৌলবি হাজি শরিয়ৎ উল্লাহ ছিলেন ফরাজি আন্দোলনের প্রবর্তক। তিনি ইসলাম ধর্মের কুসংস্কার দূর করে তাকে পুনর্জাগরণের উদ্দেশ্যে আন্দোলনের সূত্রপাত করেন এর অর্থনৈতিক ও রাজনৈতিক উদ্দেশ্যও ছিল। শরিয়ত উল্লাহ ইংরেজ শাসনকে ‘দার-উল-হারব’ (শত্রুরাষ্ট্র) বলে ঘোষণা করা এবং ইংরেজ মদতপুষ্ট জমিদার ও মহাজন শ্রেণির শোষণ করেন দরিদ্র কৃষকদের মুক্ত করার কথা বলেন।
২৩। ভারতের ইতিহাসে ১৮৫৮ খ্রিস্টাব্দ এবং ১৮৫৫ খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন?
উত্তর : ১৮৫৮ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন দ্বারা ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে ব্রিটিশ সরকার ভারতের শাসনভার গ্রহণ করে। ১৮৫৫ খ্রিস্টাব্দে ইংরেজ সরকার, জমিদার ও মহাজনদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সাঁওতালরা বিদ্রোহ ঘোষণা করে।
২৪। ব্রিটিশ শাসনের প্রথম শতকে দুটি উপজাতি বিদ্রোহের নাম করো।
উত্তর : প্রাক্মহাবিদ্রোহের যুগে এবং ব্রিটিশ শাসনের প্রথম শতকে উল্লেখযোগ্য উপজাতি বিদ্রোহ হল কোলবিদ্রোহ। ইংরেজ কোম্পানির শাসনের বিরুদ্ধে উপজাতিদের সশস্ত্র আন্দোলনের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হল ১৮৫৫ খ্রিস্টাব্দের সাঁওতাল বিদ্রোহ।
২৫। কোল বিদ্রোহ প্রথমে কত খ্রিস্টাব্দে হয় এবং এই বিদ্রোহের দুজন নেতার নাম লেখো।
উত্তর : প্রথমে কোল বিদ্রোহ ১৮২০ খ্রিস্টাব্দে সংগঠিত হয়। এই বিদ্রোহের দুজন নেতা হলেন জোট্টা ভগৎ ও বুধু ভগৎ ।
২৬। মঙ্গল পান্ডে কে ছিলেন? সিপাহি বিদ্রোহের তাঁর ভূমিকা কী ছিল?
উত্তর : ব্যারাকপুর সেনানিবাসের বেঙ্গল আর্মির সিপাহি ছিলেন মঙ্গল পান্ডে। ধর্মনাশের ভয়ে ১৮৫৭ খ্রিস্টাব্দের ২৯ মার্চ ব্যারাকপুর সেনানিবাসে মঙ্গল পান্ডে এনফিল্ড রাইফেলের টোটা দাঁতে কাটার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করেন। ব্রিটিশ সরকার ২৯ মার্চ সশস্ত্র বিদ্রোহের অপরাধে মঙ্গল পান্ডেকে ফাঁসি দেয়। তিনি ছিলেন মহাবিদ্রোহের প্রথম শহিদ।
২৭। সাঁওতালরা কোন্ অঞ্চলের অধিবাসী ছিলেন? কাদের নেতৃত্বে তারা বিদ্রোহ করে?
উত্তর : সাঁওতালদের আদি বাসভূমি ছিল বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম, মানভূম, ছোটোনাগপুর ও পালামৌ অঞ্চলে। পরে ভাগলপুর ও রাজমহল অঞ্চলেও তারা বসবাস শুরু করে। ১৮৫৫ খ্রিস্টাব্দের ৩০ জুন সিধু ও কানুর নেতৃত্বে ভগনাডিহি গ্রামে সাঁওতালরা বিদ্রোহ
শুরু করে।
Leave a reply
You must login or register to add a new comment .