Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Add question

মুম্বই বন্দরের উন্নতির কারণগুলো বর্ণনা কর।

মুম্বই বন্দরের উন্নতির কারণ

মহারাষ্ট্রের পশ্চিম উপকূলে আরব সাগরের তীরে অবস্থিত মুম্বই ভারতের সর্বশ্রেষ্ঠ সামুদ্রিক বন্দর ও পোতাশ্রয়। নিম্নলিখিত বিভিন্ন কারণে মুম্বই বন্দরের সমৃদ্ধি সম্ভব হয়েছে:

(১) স্বাভাবিক ও গভীর পোতাশ্রয়

মুম্বই বন্দরের পোতাশ্রয়টি স্বাভাবিক ও উন্নত শ্রেণির। এখানকার স্বাভাবিক পোতাশ্রয়টির আয়তন প্রায় ২০০ বর্গ কিমি। বন্দরের কাছাকাছি সমুদ্র গভীর এবং বালির চড়া-মুক্ত হওয়ায় বিদেশগামী বড়ো বড়ো জাহাজগুলো সহজেই বন্দরে প্রবেশ করতে এবং পোতাশ্রয়ে থাকতে পারে। এছাড়া সামুদ্রিক ঝড়ঝঞ্ঝা বন্দরটির পোতাশ্রয়ে অসুবিধার সৃষ্টি করতে পারে না বলে বছরের সব ঋতুতেই বন্দরটি কর্মব্যস্ত থাকতে পারে।

(২) অনুকূল ভৌগোলিক অবস্থান

এই বন্দর থেকে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের দেশগুলো অপেক্ষাকৃত কম দূরত্বে অবস্থান করছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের খনিজ তেল উৎপাদক দেশগুলোর নৈকট্যই বর্তমানে মুম্বই বন্দরের দ্রুত উন্নতিতে সহায়তা করেছে।

(৩) শিল্পসমৃদ্ধ পশ্চাদভূমি

শিল্পসমৃদ্ধ মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি মধ্যপ্রদেশ ও রাজস্থানের প্রায় সমগ্র অংশ এবং উত্তরপ্রদেশ, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের কিছু অংশ মুম্বই বন্দরের পশ্চাভূমির অন্তর্গত। বর্তমানে মুম্বই বন্দরের পশ্চাদভূমি আরও বিস্তৃত হয়েছে। মুম্বই বন্দরের বিস্তৃত পশ্চাদভূমি খুবই সমৃদ্ধ। মুম্বই বন্দরের বিস্তীর্ণ পশ্চাদভূমিতে :

  1. তুলা, ধান, গম, ভুট্টা, রাগী বিভিন্ন তৈলবীজ প্রভৃতি নানান কৃষিজাত দ্রব্য জন্মায়;
  2. এই বন্দরের পশ্চাদভূমি আকরিক লোহা, ম্যাঙ্গানিজ প্রভৃতি খনিজ সম্পদে সমৃদ্ধ;
  3. এই পশ্চাদ্ভূমিতে বস্ত্র, ইঞ্জিনিয়ারিং, গুরু রাসায়নিক, পেট্রোকেমিক্যাল প্রভৃতি বিভিন্নমুখী শিল্পের সমাবেশ ঘটেছে।

(৪) দ্রুত মালখালাস ও জাহাজ মেরামতির সুবিধা

মুম্বই বন্দরে বড়ো বড়ো জাহাজ সহজে প্রবেশ করে দ্রুত মাল খালাস ও মেরামতির কাজ সেরে নিতে পারে।

(৫) উন্নত যোগাযোগ ব্যবস্থা

মুম্বই শহরটি পশ্চিম ও মধ্য রেলপথের সংযোগস্থলে অবস্থিত বলে এর বিস্তীর্ণ পশ্চাদভূমির যোগাযোগ ব্যবস্থাও খুব উন্নত। এছাড়া উল্লেখযোগ্য কয়েকটি জাতীয় সড়ক এবং রাজ্য সড়কের মাধ্যমে মুম্বই বন্দরটি ভারতের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সু-সংযুক্ত হওয়ায় মালপত্র আদানপ্রদানের খুবই সুবিধা হয়।

● মুম্বই বন্দরের উন্নতির অন্যান্য কারণগুলো হল :

(৬) বন্দরের উপযুক্ত ভগ্ন উপকূল।

(৭) বন্দরের নিজস্ব মাল পরিবহনের উপযুক্ত রেলপথ।

(৮) সমভাবাপন্ন আবহাওয়া।

(৯) সরকারি আনুকূলা।

(১০) শ্রমিকের সুলভ সরবরাহ (জনবহুল মুম্বই শহরের নিকটবর্তী বলে এখানে শ্রমিকের প্রাচুর্য রয়েছে)।

• এই সমস্ত নানান ভৌগোলিক ও অর্থনৈতিক কারণে মুম্বই ভারতের শ্রেষ্ঠ বন্দর হিসেবে সমৃদ্ধি লাভ করেছে।

Leave a reply