Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Add question



মুম্বই বন্দরের পশ্চাদভূমির সীমানা নির্দেশ কর। এই বন্দরের মাধ্যমে কোন্ কোন্ জিনিস আমদানি ও রপ্তানি করা হয়?

মুম্বই বন্দরের পশ্চাদভূমি

শিল্পসমৃদ্ধ মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান ও দিল্লির প্রায় সমগ্র অংশ এবং উত্তরপ্রদেশ, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের কিছু অংশ মুম্বই বন্দরের পশ্চাদভূমির অন্তর্গত। বর্তমানে মুম্বই বন্দরের পশ্চাদভূমি আরও বিস্তৃত হয়েছে।

আমদানি ও রপ্তানি বাণিজ্য

মুম্বই বন্দর মারফত কার্পাস ও কার্পাস বস্ত্র, চর্ম, তৈলবীজ, ম্যাঙ্গানীজ, পশম, ঔষধ-পত্র, ইঞ্জিনিয়ারিং দ্রব্য প্রভৃতি জিনিস বিদেশে রপ্তানি করা হয় এবং বিদেশ থেকে পেট্রোলিয়ামজাত খনিজ তেল, উৎকৃষ্ট কাপাস, যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য, রেল-ইঞ্জিন প্রভৃতি আমদানি করা হয়। মুম্বই ভারতের আমদানি বাণিজ্যে প্রথম ও রপ্তানি বাণিজ্যে তৃতীয় স্থান অধিকার করে।

Leave a reply