বারাণসী
উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণৌ থেকে ৩১৩ কিমি দুরত্বে পূণ্যতোয়া গঙ্গার পশ্চিম তীরে গড়ে উঠেছে পবিত্র হিন্দু-তীর্থ বারাণসী। বারাণসী পৃথিবীর প্রাচীন শহরগুলোর মধ্যেও অন্যতম।
→ বেনারসী ও সিল্ক শাড়ি, সুগন্ধী দ্রব্য, বাদ্যযন্ত্র, ধাতু, পাথর ও চিনেমাটির তৈরি বিভিন্ন শিল্পকর্ম ইত্যাদি হল এই শহরের ঐতিহ্যমণ্ডিত প্রাচীন শিল্প।
■ লুধিয়ানা
(১) অবস্থান ও জনসংখ্যা : শিখ তীর্থস্থান অমৃতসর থেকে ১৩৫ কিলোমিটার দূরে পাঞ্জাবরাজ্যের অন্যতম শিল্প শহর এবং ভারতের ২৩ তম মহানগর লুধিয়ানা অবস্থিত।
(২) পরিবহন ও শিল্প-বাণিজ্য : শহরটি রেল ও সড়ক পথে পাঞ্জাবের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত। লুধিয়ানা শহরটি রেশম, পশম ও সুতিবস্ত্র শিল্পকেন্দ্র হিসাবে প্রসিদ্ধি লাভ করেছে। হিরো সাইকেল কারখানাটিও এই লুধিয়ানা শহরে অবস্থিত। সেলাই মেসিন, হাতের কাজের যন্ত্রপাতি, বিভিন্ন মেসিন টুলস্, অটোপার্টস, ইলেকট্রনিক্স দ্রব্য, খেলাধুলোর সরঞ্জাম, অস্ত্রোপচারের যন্ত্রপাতি, চামড়ার জিনিসপত্র, হোসিয়ারী দ্রব্য, নাটবন্টু, চিনি ও বনস্পতি প্রভৃতি শিল্প এই শহরে প্রসার লাভ করেছে। লুধিয়ানার কৃষি বিশ্ববিদ্যালয়টি ভারতের সবুজ বিপ্লবের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে।
Leave a reply
You must login or register to add a new comment .