ইন্দোর
মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮৫০ ফুট উঁচুতে সরস্বতী ও খান নদীর পাড়ে গড়ে উঠেছে আজকের ইন্দোর শহর। ইন্দোর ভারতের সপ্তদশ মহানগর।
পাটনা
হাওড়া-দিল্লি মেনলাইনে হাওড়া থেকে প্রায় ৫৫০ কিলোমিটার দূরে গঙ্গানদীর দক্ষিণ ধার বরাবর ১৫ কিলোমিটার অঞ্চল জুড়ে গড়ে উঠেছে প্রাচীন ভারতের মগধের রাজধানী পাটলিপুত্র তথা বর্তমান ভারতের বিহারের রাজধানী শহর পাটনা। পাটনা ভারতের অষ্টাদশ মহানগর।
Leave a reply
You must login or register to add a new comment .