জয়পুর
জয়পুর রাজস্থানের বৃহত্তম নগর এবং রাজধানী। ইতিহাস প্রসিদ্ধ এই শহরটি স্থাপত্য কলার একটি অপূর্ব নিদর্শন। হাওয়া মহল, অম্বর দুর্গ, রাজপ্রাসাদ, মান মন্দির প্রসিদ্ধ দ্রষ্টব্য স্থান দেশিবিদেশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। এই শহরের ঘরবাড়ি গোলাপি রঙে চিত্রিত বলে শহরটিকে গোলাপি রঙের শহর (Pink City) বলে। এখানে রাজস্থান বিশ্ববিদ্যালয় অবস্থিত।
লক্ষ্ণৌ
উত্তর প্রদেশের বর্তমান রাজধানী লক্ষ্ণৌ গোমতী নদীর তীরে অবস্থিত এক ঐতিহাসিক শহর। এই শহরটি সিপাহী বিদ্রোহের কেন্দ্রস্থল হিসেবে ইতিহাস প্রসিদ্ধ। মুসলিম যুগের বহু ঐতিহাসিক নিদর্শন আজও এখানে দেখতে পাওয়া যায়। লক্ষ্ণৌ মুসলিম সংস্কৃতির অন্যতম কেন্দ্র। হিন্দুস্থানী সংগীতের পীঠস্থান হিসাবে লক্ষ্ণৌ আজও ভারতবিখ্যাত। এখানে একটি বিশ্ববিদ্যালয় ও সংগীত বিশ্ববিদ্যালয় আছে। লক্ষ্ণৌর নবাবদের প্রাসাদ, ইমামবাড়া, চিড়িয়াখানা, মিউজিয়াম প্রভৃতি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। এখানে কেন্দ্রীয় ভেষজ গবেষণাগার অবস্থিত।
Leave a reply
You must login or register to add a new comment .