দিল্লির অবস্থান ও গুরুত্ব
■ [১] অবস্থান এবং ঐতিহাসিক গুরুত্ব
যমুনা নদীর পশ্চিম তীরে অবস্থিত দিল্লি, বিখ্যাত ঐতিহাসিক স্থান। বর্তমানে এর খুব কাছেই নির্মিত নয়া দিল্লিতে স্বাধীন ভারতের রাজধানী স্থাপিত হয়েছে।
■ [২] পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা
বিমান, রেল এবং সড়ক পথের মাধ্যমে দিল্লির সঙ্গে সারা ভারতের যোগাযোগ রয়েছে। দিল্লি ভারতের একটি বৃহৎ রেলওয়ে জংশন। এখানে উত্তর রেলপথের সদর দপ্তর অবস্থিত। দিল্লিতে অবস্থিত পালাম বা ইন্দিরাগান্ধী বিমান বন্দরটি একটি আন্তর্জাতিক বিমানবন্দর। এছাড়া এখানকার ওয়েলিংডন ও সফদরজঙ্গ-এ আরও দুটো ছোটো বিমানঘাঁটি আছে।
■ [৩] শিল্পকেন্দ্র
স্বাধীনতার পর দিল্লিতে বড়ো বড়ো নানান শিল্পকেন্দ্র খোলা হয়েছে। দিল্লির ঐতিহ্যপূর্ণ বিখ্যাত কুটির শিল্পের মধ্যে সোনা, রুপো ও হাতির দাঁতের কারুকার্য করা জিনিসপত্র, মূল্যবান পাথর, পেতল ও তামার তৈরি সামগ্রী উল্লেখযোগ্য।
■ [৪] দর্শনীয় স্থান এবং শিল্প সংস্কৃতি
এখানকার কুতুবমিনার, লালকেল্লা, জুম্মা মসজিদ, রাষ্ট্রপতি ভবন, লোকসভা, ইন্ডিয়া গেট, বিভিন্ন দেশের দূতাবাস প্রভৃতি স্থাপত্যবিদ্যার সেকাল ও একালের নিদর্শন মুগ্ধ হয়ে দেখার মতো। শিক্ষা ও সংস্কৃতির প্রসারের জন্য এখানে তিনটি বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে। ভারতের সুপ্রীম কোর্ট দিল্লিতে অবস্থিত।
Leave a reply
You must login or register to add a new comment .