ভারতের বিরল বসতিযুক্ত অঞ্চলের মধ্যে হিমাচল প্রদেশ অন্যতম। ২০০১ সালের জনগণনা অনুসারে প্রতি বর্গকিলোমিটারে এই রাজ্যে মাত্র ১০০ জন লোক বাস করেন। হিমাচল প্রদেশ রাজ্যের বিরল বসতি হওয়ার কারণগুলো হল: (১) প্রতিকূল জলবায়ু, (২) পার্বত্য ভূ-ভাগ, (৩) অনুর্বর মৃত্তিকা, (৪) পরিবহন ও যোগাযোগের অসুবিধা, (৫) শিক্ষা বিস্তারের সুযোগের অভাব, (৬) চিকিৎসার সুযোগের অভাব প্রভৃতি নানা কারণে এই রাজ্যে : (ক) জীবনের নিরাপত্তার অভাব, (খ) জীবিকা অর্জনের সুযোগের অভাব এবং (গ) কৃষি উৎপাদন নামমাত্র হওয়ায় স্বাভাবিকভাবেই জনবসতি ও জনঘনত্ব কম। তবে এই অঞ্চলের শহরগুলোতে (যেমন : সিমলা, কুলু এবং মানালী) কাজের সুবিধা থাকায় ও পর্যটন শিল্পের জন্য জনবসতি বৃদ্ধি পেয়েছে।)
[ একইভাবে ভারতের যে-কোন বিরল বসতিযুক্ত অঞ্চলের কারণ লেখা যায়। এইভাবে ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জনবসতিযুক্ত রাজ্য হওয়ার কারণ লিখতে পার ]।
Leave a reply
You must login or register to add a new comment .