বিভিন্ন অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক কারণের জন্য ভারতের জনসংখ্যা দ্রুত গতিতে বেড়ে চলেছে। ভারতের জনবৃদ্ধির প্রত্যক্ষ ও পরোক্ষ কারণগুলো হল :
■ [১] বেশি জন্মহার
ভারতে জন্মের হার বেশ বেশি। জন্মহারের আধিক্যের জন্য ভারতের জনসংখ্যা বৃদ্ধির হারও স্বাভাবিক ভাবেই বেশি।
■ [২] মৃত্যুর হার কমে যাওয়া
বর্তমান যুগে সারা বিশ্বেই চিকিৎসা বিজ্ঞানে অভূতপূর্ব উন্নতি ঘটেছে, ভারতও এর ব্যতিক্রম নয়। জন্মহারের তুলনায় মৃত্যুহার কমে যাওয়া ভারতের জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ।
■ [৩] তরুণ জনসমষ্টির আধিক্য
তুলনামূলকভাবে অল্প বয়সের (১৫-৪০ বছর) নারী পুরুষের সংখ্যা ভারতে বেশ বেশি। ভারতের এই তরুণ জনসমষ্টিই ভারতের জনবৃদ্ধিতে সহায়তা করে।
■ [৪] অল্প বয়সে বিৰাহ
কয়েকটি ব্যতিক্রম ছাড়া ভারতের বেশির ভাগ গ্রামাঞ্চলে ছেলে-মেয়েদের অল্প বয়সে বিয়ে হয়। অল্প বয়সে বিয়েও ভারতের জনসংখ্যার অতিরিক্ত বৃদ্ধিতে সহায়তা করে।
■ [৫] সর্বজনীন বিবাহ প্রথা
সামাজিক কারণে ভারতে বেশির ভাগ লোকেরই বিয়ে হয়ে যায়, এর ফলে স্বাভাবিকভাবেই ভারতে জনবৃদ্ধি ঘটে।
■ [৬] স্বল্প শিক্ষার হার
ভারতের গ্রামগুলোতে বিশেষ করে নারী শিক্ষার হার এখনও বেশ কম (৩৯.২৯%) হওয়ায় নানান বিষয়ে অজ্ঞতা ও ধর্মীয় কুসংস্কার ভারতের জনসংখ্যা বৃদ্ধির অন্যতমকারণ।
■ [৭] দারিদ্র
ভারতের বেশির ভাগ অধিবাসীই দরিদ্র। তাই অর্থনৈতিক নিরাপত্তার আশায় দরিদ্র পরিবারগুলোর জনসংখ্যা বৃদ্ধি পায়।
■ [৮] কৃষিভিত্তিক সমাজব্যবস্থা
যে-কোন কৃষিভিত্তিক সমাজব্যবস্থায় পরিবারের সদস্য সংখ্যা বাড়ানোর দিকে সবসময়েই জোর দেওয়া হয়, কারণ কৃষিকাজের জন্য প্রচুর শ্রমিকের প্রয়োজন। শিল্পোন্নতি হওয়া সত্ত্বেও এখনও ভারত কৃষি প্রধান দেশ, স্বাভাবিক ভাবেই ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি।
■ [৯] মেয়েদের স্বল্প সামাজিক মূল্য ও মর্যাদা
ভারতের পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় মেয়েদের সামাজিক মর্যাদা পুরুষের তুলনায় কম। ফলে নারী শিক্ষার ব্যাপারে এবং অন্যান্য সামাজিক বিষয়ে মেয়েরা অবহেলার শিকার হয়, যা পরোক্ষভাবে ভারতের জনবৃদ্ধি ঘটাতে সহায়তা করে।
■ [১০] পুত্র সন্তানাকাঙ্খা
ভারতের বিশেষ সমাজব্যবস্থায় পুত্র সন্তানের জন্য অতিরিক্ত আকাঙ্খা ভারতের জনসংখ্যা বাড়াতে সাহায্য করে।
■ [১১] যৌথ সামাজিক প্রথা
কৃষিপ্রধান ভারতে, বিশেষত গ্রামাঞ্চলের যৌথ পরিবার প্রথা জনসংখ্যা বৃদ্ধিতে পরোক্ষভাবে সহায়তা করে। কারণ যৌথ পরিবারগুলোতে পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে নিরাপত্তা ও সহযোগিতা পাওয়া যায় বলে সন্তান প্রতিপালনে সাধারণভাবে অসুবিধা দেখা দেয় না।
■ [১২] উদ্বাস্তু সমস্যা ও অনুপ্রবেশ
উদ্বাস্তু সমস্যা ও অনুপ্রবেশের ফলেও ভারতের অস্বাভাবিক জনবৃদ্ধি ঘটেছে।
Leave a reply
You must login or register to add a new comment .