বিশাল ভারতের বিভিন্ন অঞ্চলে বহু মানুষ বাস করে। কিন্তু ভারতের সর্বত্র সমান ভাবে জনবসতি গড়ে ওঠেনি। ভারতের এক একটি রাজ্যের জনঘনত্ব এক এক রকমের। ২০০১ সালের জনগণনা অনুসারে জনঘনত্বের তারতম্য অনুসারে ভারতকে ৫টি অঞ্চলে বিভক্ত করা যায়, যেমন :
■ [ক] অত্যধিক ঘনবসতিপূর্ণ অঞ্চল (জনবসতি প্রতি বর্গ কিলোমিটারে ১০০০ জনের বেশি)
(১) দিল্লি, (২) চণ্ডিগড়, (৩) পণ্ডিচেরি, (৪) দমন ও দিউ এবং (৫) লাক্ষাদ্বীপের জনবসতির ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১০০০ জনের বেশি।
■ [খ] ঘনবসতিপূর্ণ (জনবসতি কিলোমিটারে ৫০১ – ১০০০ জন)
(১) উত্তরপ্রদেশ, (২) বিহার, (৩) পশ্চিমবঙ্গ এবং (৪) কেরালা রাজ্যে জনবসতির ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৫০১–১০০০ জনের মধ্যে।
■ [গ] মধ্যম বসতিযুক্ত অঞ্চল (জনবসতি প্রতি বর্গ কিলোমিটারে ২৫১–৫০০ জন)
(১) পাঞ্জাব, (২) হরিয়ানা, (৩) গুজরাট, (৪) মহারাষ্ট্র, (৫) কর্ণাটক, (৬) অন্ধ্রপ্রদেশ, (৭) তামিলনাড়ু, (৮) গোয়া, (৯) ঝাড়খণ্ড, (১০) অসম, (১১) ত্রিপুরা এবং (১২) দাদার ও নগর হাভেলী রাজ্যে জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ২৫১–৫০০ জনের মধ্যে।
■ [ঘ] অল্প বসতিযুক্ত অঞ্চল (জনবসতি প্রতি বর্গ কিলোমিটারে ১০১ – ২৫০ জন)
(১) উত্তরাঞ্চল, (২) রাজস্থান, (৩) মধ্যপ্রদেশ, (৪) ছত্তিশগড়, (৫) ওড়িশা, (৬) মণিপুর, (৭) মেঘালয়, (৮) নাগাল্যাণ্ড অল্প বসতিযুক্ত অঞ্চলের অন্তর্গত।
■ [ঙ] অতি অল্প বসতিযুক্ত অঞ্চল (জনবসতি প্রতি বর্গ কিলোমিটারে ১০০ জনের কম)
(১) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, (২) জম্মু ও কাশ্মীর, (৩) মিজোরাম, (৪) অরুণাচল প্রদেশ, (৫) হিমাচল প্রদেশ এবং (৬) সিকিম।
Leave a reply
You must login or register to add a new comment .