শহর গড়ে ওঠার কারণ
নিম্নলিখিত কারণগুলির জন্য শহর সাধারণত গড়ে ওঠে :
(১) বিস্তৃত সমভূমির অবস্থান (ভারতের বেশি ভাগ বড়ো শহর সমভূমিতেই গড়ে উঠেছে)।
(২) উন্নত যোগাযোগ ও পরিবহনের সুবিধা (কলকাতা, মুম্বই, দিল্লি, চেন্নাই প্রতি শহরে এই কারণে গড়ে উঠেছে)।
(৩) প্রশাসনিক কেন্দ্র (চণ্ডিগড়, গান্ধিনগর, ভুবেনশ্বর প্রভৃতি শহর এই কারণে গড়ে উঠছে)।
(৪) শিল্পকেন্দ্র (বড়ো শিল্পকে কেন্দ্র করে ভারতের দুর্গাপুর, জামসেদপুর প্রভৃতি শহরে গড়ে উঠছে)।
(৫) বাণিজ্য কেন্দ্র (ভারতের সুরাট, কটক প্রভৃতি শহরগুলো প্রধানত বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে।
(৬) গুরুত্বপূর্ণ খনি অঞ্চল (গুরুত্বপূর্ণ খনিজগুলিকে কেন্দ্র করেই ভারতের রানিগঞ্জ, ডিগবয় প্রভৃতি শহর গড়ে উঠেছে)।
(৭) গুরুত্বপূর্ণ বন্দর (কাঙালা, কোচিন, নিউমামাগাও প্রভৃতি শহরগুলি এভাবেই গড়ে উঠেছে।
(৮) অন্যান্য কারণ
ওপরের ৭টি প্রধান কারণ ছাড়াও প্রচুর জনসমাগমের জন্য (১) ঐতিহাসিক স্থান (আগ্রা, লক্ষ্মৌ, মুর্শিদাবাদ), (২) তীর্থকেন্দ্র (পুরি, বারাণসী, গয়া,তিরুপতি, আজমীর), (৩) গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র (শান্তিনিকেতন, আলিগড়), (৪) পর্যটনকেন্দ্র(দার্জিলিং, সিমলা), (৫) স্বাস্থ্যকেন্দ্র(মধুপুর, চুনাচর), (৬) গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র (মীরটা,আম্বালা), (৭) সীমান্ত অঞ্চল (বনগাঁ,বিরাটনগর) প্রভৃতি স্থানে শহর গড়ে ওঠে।
Leave a reply
You must login or register to add a new comment .