চাহিদা রেখা নিম্নমুখী হয় কেন
চাহিদা রেখা নিম্নমুখী হওয়ার পিছনে কতগুলি কারণ আছে –
ক্রমহাসমান প্রান্তিক উপযোগ বিধি
এই বিধি থেকে জানা যায় যে কোন দ্রব্য ক্রমাগত বেশি পরিমাণে ভোগ করতে থাকলে তার প্রান্তিক উপযোগিতা ক্রমশ হ্রাস পায়। ক্রেতা প্রান্তিক উপযোগিতা অনুযায়ী দ্রব্যের দাম দেয়। দাম কমে গেলে দাম ও প্রান্তিক উপযোগিতার সমতা নষ্ট হয় এবং এই সমতা আনার জন্য ক্রেতা অধিক পরিমাণে দ্রব্যটি ক্রয় করে।
আয় প্রভাব
দ্রব্যের দামের পরিবর্তনের ফলে ক্রেতার প্রকৃত আই এর পরিবর্তন ঘটে দ্রব্যের দাম হাঁস পেলে প্রকৃত আয় বৃদ্ধি পায় এবং চাহিদার পরিমাণ বৃদ্ধি পায় দামের পরিবর্তনের ফলে ক্রেতার প্রকৃত আই এর এই রূপ পরিবর্তনকে আয় প্রভাব বলে। সুতরাং দেখা যায় যে আয় প্রভাবের ফলে চাহিদা রেখাটি নিম্নমুখী হয়।
পরিবর্ত প্রভাব
চাহিদার নিয়ম কার্যকর হওয়ার পিছনে আরেকটি কারণ হলো পরিবর্তন প্রভাব যেমন চায়ের তুলনায় কফির দাম কমে গেলে লোকে অধিক পরিমাণ কেনে ফলে লোকে বেশি পরিমাণ কফি পান করবে এবং কম চা পান করবে এইভাবে দেখা যায় যে চাহিদা নিয়মের পিছনে পরিবর্ত প্রভাব কাজ করে।
Leave a reply
You must login or register to add a new comment .