পূর্ণ প্রতিযোগিতার বাজারে স্বল্পকালীন সময়ের কোন ফার্মের ভারসাম্যের শর্ত গুলি হল –
- ভারসাম্য অবস্থায় ফার্মের প্রান্তিক ব্যয় (MC) এবং প্রান্তিক আয় (MR) পরস্পর সমান হবে।
- MC এর পরিবর্তনের হার MR এর পরিবর্তনে হারের তুলনাই বেশি হবে।
উপরের চিত্র থেকে দেখা যায়, AR = MR রেখাটি একধারে প্রতিষ্ঠানটির গড় ও প্রান্তিক আয় রেখা। কারণ পূর্ণ প্রতিযোগিতার বাজারে প্রতিটি প্রতিষ্ঠান বাজার নির্ধারিত স্থির দামে (P0) দ্রব্য বিক্রি করে।
কাজে অতিরিক্ত একক দ্রব্য বিক্রি থেকে প্রাপ্ত প্রান্তিক আয় (MR) সর্বদাই সেখানে প্রতিষ্ঠানের গড় দ্রব্যমূল্য (P) বা গড় আয়ের (AR) সমান হয়। এখানে দেখা যাচ্ছে OQ0 এবং OQ1 উভয় উৎপাদনের স্তরেই MC = MR = P0 হয়েছে। অর্থাৎ মুনাফা সর্বোচ্চ করণে প্রয়োজনীয় শর্ত পালিত হয়েছে। কিন্তু F বিন্দুতে MC রেখা MR রেখাকে নিচ থেকে ছেদ করে ঊর্ধ্বমুখী হয়েছে। অর্থাৎ, OQ1 উৎপাদনের স্তরে মুনাফা সর্বোচ্চ কারণে প্রয়োজনীয় ও যথেষ্ট উভয়শর্ত পালিত হয়েছে। সুতরাং F বিন্দুটি ভারসাম্য বিন্দু।
Leave a reply
You must login or register to add a new comment .