মানুষের উপর বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব
বায়ু দুষিত হলে বায়ুমণ্ডলের ওপর নির্ভরশীল উদ্ভিদ ও প্রাণীকুলের ওপর তার প্রভাব পড়ে। জীবকুলের শরীরে সেই প্রভাব যেমন তাৎক্ষণিক তেমনি আবার দীর্ঘস্থায়ী। দূষিত বায়ু নানাধরনের রোগ ব্যাধির উদ্ভব ঘটায়। দীর্ঘকাল দূষণের মধ্যে থাকলে মানুষের হৃদরোগ এবং ফুসফুসের রোগ ও ক্যানসার হতে পারে। এমনকি মস্তিষ্কেরও নানারকম বিকৃতি দেখা দিতে পারে। চর্মের ওপরও বায়ুদূষণের প্রভাব যথেষ্ট। বায়ুদূষণ চোখের ক্ষতি করতে পারে।।
Leave a reply
You must login or register to add a new comment .