কীভাবে প্রাকৃতিক কারণে বায়ুদূষণ ঘটে
(১) মাটি: মাটির ধূলিকণা, মাটিতে থাকা ব্যাকটিরিয়া, ছত্রাক, ভাইরাস বায়ুতে মিশে বায়ুদূষণ ঘটায়।
(২) সমুদ্র : সমুদ্রের জলে প্রচুর পরিমাণে নানা রকমের লবণকণা থাকে। এই কণা বায়ুমণ্ডলে মিশে গিয়ে বায়ুদূষণ সৃষ্টি করে।
(৩) আগ্নেয়গিরি : আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে নির্গত ছাই, খনিজকণা, ধোঁয়া ও অন্যান্য গ্যাস বায়ুকে দূষিত করে।
(৪) মহাজাগতিক বস্তু : পৃথিবীর বাইরে থেকে আসা উল্কা, ধূমকেতু ও গ্রহাণু থেকে নিক্ষিপ্ত ধূলিকণা, মহাজাগতিক রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলে এসে পৃথিবীর বায়ুকে দূষিত করে।
(৫) উদ্ভিদ : বিস্তীর্ণ বনাঞ্চলে উদ্ভিদের যখন ফুল ফোটে, ফুলের পরাগ রেণু তখন বাতাসে ছড়িয়ে পড়ে বায়ুদূষণ ঘটায়।
এছাড়া বনাঞ্চলের পচনশীল উদ্ভিদ সৃষ্ট মিথেন, হাইড্রোজেন সালফাইড গ্যাস বায়ুতে মিশে বায়ুদূষণ সৃষ্টি করে। আবার দাবানলের ফলে উৎপন্ন কার্বন মনোক্সাইড ও কার্বন ডাই-অক্সাইড গ্যাস ব্যাপক বায়ুদূষণ ঘটায়।
Leave a reply
You must login or register to add a new comment .